পাকিস্তানের করাচিতে বোমাসহ মোহাম্মদ সেলিম নামের ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর এক এজেন্টকে গ্রেফতার করেছে পাকিস্তান পুলিশ। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় সেলিমের কাছ থেকে একাধিক অবৈধ অস্ত্র, একটি হ্যান্ড গ্রেনেড, একটি বোমা, একটি লঞ্চার এবং একটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। এছাড়া এ ঘটনায় তাকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।
পাকিস্তানের সংবাদমাধ্যম আরি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন মোহাম্মদ সেলিমকে বোমাসহ সোমবার (০৭ অক্টেবর) পাকিস্তানের মনিপুর এলাকা থেকে ‘র’ এর এজেন্ট সন্দেহে গ্রেফতার করেছে পাকিস্তানের অপরাধ তদন্তকারী সংস্থা স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট (এসআইইউ)।
এসআইইউ জানায়, সেলিমের কাছ থেকে বেশকিছু অবৈধ অস্ত্র এবং বিস্ফোরক পাওয়া গেছে। এছাড়াও সেলিমের ঘর থেকে কিছু গোপন নথি উদ্ধার করেছে স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট।
মঙ্গলবার (০৮ অক্টেবর) মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) সন্দেহভাজন সেলিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের পর তদন্তের বিস্তারিত রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দেয় আদালত
জানা গেছে, মোহাম্মদ সেলিমের কাছ থেকে একাধিক দেশের পাসপোর্ট এবং একাধিক জাতীয় পরিচয় পত্র গেছে। এসব ডকুমেন্টে তিনি তার একাধিক নাম, পরিচয় ব্যবহার করেছে ভারতীয় ‘র’ এর সন্দেহভাজন এই এজেন্ট। মোহাম্মদ সেলিম বেশ কয়েকবার বিভিন্ন পরিচয় পত্র এবং পাসপোর্ট ব্যবহার করে নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছেন বলেও জানা গেছে।