ভারতের উত্তর প্রদেশের মীরাটে একটি ৩তলা ভবন ধসে পড়েছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৫ জন। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উত্তর প্রদেশের মিরাট জেলার জাকিব কলোনিতে এ ঘটনা ঘটেছে। খবর হিন্দুস্তান টাইমস।
মীরাট জেলা প্রশাসন জানিয়েছে, নিহতদের মধ্যে ৫ জন শিশু রয়েছে। তাদের মধ্যে সিমরা নামের এক শিশুর বয়স মাত্র দেড় বছর। শনিবার বিকাল ৫টার দিকে ভবনটি ধসে পড়ে। পরে দ্রুত জেলার জরুরি পরিষেবাকে জানানো হয়। যে ভবনটি ধসে গেছে ওই ভবনের মালিকের নাম নাফ মো: আলাউদ্দিন। তিনি ওই ভবনের প্রাঙ্গনে দুগ্ধশালা চালাতেন। ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কর্মকর্তাদের এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বর্ষণের মধ্যেই ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) ও স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ)।