ভারতের দিল্লিতে একটি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭ নবজাতকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মে) রাতে পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার একটি শিশু সুরক্ষা কেন্দ্রে এ আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর এনডিটিভি।
দিল্লি ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে তারা পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায় একটি বেবি কেয়ার সেন্টারে আগুন লাগার সংবাদ পায়। পরে দমকল বাহিনীর ১৬ টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিন্ত্রেণে আনে।
ভারতের দিল্লিতে শিশু হাসপাতালে আগুন লাগার বিষয়ে দমকল বাহিনীর কর্মকর্তারা জনান, হাসপাতালের দুইতলা থেকে ১২ জন নবজাতককে উদ্ধার করা হলেও হাসপাতালে চিকিৎসাধীন থাকা ৭ শিশুর মৃত্যু হয়েছে।
এখনো আরো ৫ শিশুর চিকিৎসা চলছে বলে জানানো হয়েছে। তবে কী কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইতিমধ্যেই ওই হাসপাতালের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।