পাকিস্তান সেনাবাহিনী যে কোনো ভারতীয় “সামরিক দুঃসাহসের” দ্রুত ও কঠোর জবাব দিতে প্রস্তুত—এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির।
বৃহস্পতিবার (০১ মে) পাকিস্তানের পাঞ্জাবের টিলা ফিল্ড ফায়ারিং রেঞ্জে এক সামরিক মহড়ায় অংশগ্রহণ শেষে তিনি এ মন্তব্য করেন।
পরে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এক বিবৃতিতে সেনাপ্রধানের বক্তব্য প্রকাশ করে। তাতে তিনি বলেন, “ভারতের যেকোনো ধরনের আগ্রাসন বা উসকানিমূলক কর্মকাণ্ডের জবাব হবে তাৎক্ষণিক, সুসংগঠিত এবং শক্তিশালী। এ বিষয়ে কোনো দ্বিধা নেই।”
এই বক্তব্য এমন সময় এলো, যখন সম্প্রতি ভারত-শাসিত কাশ্মিরের পেহেলগামে এক বন্দুক হামলায় প্রাণ হারায় অন্তত ২৬ জন। নয়াদিল্লি পরোক্ষভাবে এ ঘটনার জন্য ইসলামাবাদকে দায়ী করলেও, পাকিস্তান তা ঘোরতরভাবে অস্বীকার করেছে।
কাশ্মির ইস্যুতে উত্তেজনা নতুন কিছু নয়, তবে এই ঘটনার কয়েকদিন আগেই বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসেন জেনারেল আসিম মুনির। তার বক্তব্য ঘিরে কূটনৈতিক মহলে আলোচনার ঝড় ওঠে।
সেনাপ্রধানের ভাষ্য মতে, “আমরা শান্তিতে বিশ্বাসী, তবে আমাদের সীমান্তে যদি কেউ চ্যালেঞ্জ জানায়, তাহলে জবাব হবে এমন যে তা মনে রাখবে।”
বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক এই মন্তব্য দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার নতুন মাত্রা যোগ করতে পারে, বিশেষত কাশ্মির ঘিরে চলমান দ্বন্দ্বের প্রেক্ষাপটে।