ভারতের সীমানাভুক্ত নদীগুলোর পানি আর পাকিস্তানে যাবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার প্রেক্ষিতে এমন বার্তা দিলেন তিনি।
বৃহস্পতিবার (২২ মে) রাজস্থানের বারমের জেলার এক নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে মোদি বলেন, “পাকিস্তানকে প্রতিটি হামলার জন্য চড়া মূল্য দিতে হবে—তার সেনাবাহিনীকে দিতে হবে, তার অর্থনীতিকে দিতে হবে।”
এর আগে, কাশ্মীরের পেহেলগাঁওয়ে হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসে হামলায় অন্তত ২৬ জন নিহত হন। ওই ঘটনায় পাকিস্তান-সমর্থিত গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতার অভিযোগ তোলে ভারত। যদিও ইসলামাবাদ বরাবরের মতোই এসব অভিযোগ অস্বীকার করেছে।
এই ঘটনার পরই ভারত ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি থেকে সরে আসে। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই ঐতিহাসিক চুক্তির আওতায় পাকিস্তান ভারতীয় সীমান্ত দিয়ে প্রবাহিত সিন্ধু, ঝেলম ও চেনাব নদীর পানি পেত। দেশটির কৃষিকাজের জন্য এই পানির ওপর নির্ভরতা প্রায় ৮০ শতাংশ।
ভারতের এমন সিদ্ধান্তে দুই দেশের মধ্যকার উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে। বিশেষ করে দুই পারমাণবিক শক্তিধর দেশের মাঝে ৩০ বছরের মধ্যে সবচেয়ে তীব্র সামরিক উত্তেজনার পর মাত্র ১০ মে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। সেই ক্ষত না শুকাতেই পানি ইস্যুতে নতুন করে রাজনৈতিক সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে।
তবে পাকিস্তানের অর্থমন্ত্রী জানিয়েছেন, সিন্ধু চুক্তি স্থগিত হলেও তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো প্রভাব পড়বে না। তবে পর্যবেক্ষকরা বলছেন, দীর্ঘমেয়াদে এই সিদ্ধান্ত পাকিস্তানের কৃষি ও অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে।