ভারতে সনাতনী ধর্মাবলম্বীরা জিতিয়া উৎসব পালন করতে গিয়ে পানিতে ডুবে ৪৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৭ জন শিশু ও ৭জন নারী রয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভারতের বিহার রাজ্যের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ভারতের বিহারে সাম্প্রতিক বন্যায় বিভিন্ন নদী ও পুকুরে পানি বৃদ্ধি পেয়েছিল। এসব জলাশয়ে জীবিতপুত্রিকা উৎসব উপলক্ষে স্নান করতে নেমেছিলেন সনাতনী সম্প্রদায়ের মানুষ। এসময় বিভিন্ন স্থানে ৪৬ জন পানিতে ডুবে মারা যান।
বিহারের রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিহারের ১৫টি জেলা থেকে মৃত্যুর খবর এসেছে। এখন পর্যন্ত মোট ৪৩টি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের উদ্ধারে ডুবুরিার অভিযান চালাচ্ছে।