ভারতের মুম্বাই বিমানবন্দর থেকে কামাল রশিদ খানকে আটক করছে থানা পুলিশ। ভারতের আলোচিত অভিনেতা কামাল রশিদ খানকে (কেআরকে) আটক করেছে মুম্বাই পুলিশ। আজ সোমবার (২৫ ডিসেম্বর) দুবাই যাওয়ার সময় ভারতের মুম্বাই বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। নিজের আটক হওয়ার খবরটি নিশ্চিত করেছেন কামাল রশিদ খান নিজেই। মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) একটি পোস্টে।
তিনি লিখেছেন, আমি গত এক বছর ধরে মুম্বাইয়ে রয়েছি। আমার সকল মামলার শুনানির তারিখে আমি কোর্টে উপস্থিত হয়েছি। আজ নতুন বছরেরউপলক্ষে আমি দুবাই যাচ্ছিলাম। কিন্তু
মুম্বাই এয়ারপোর্ট থেকে মুম্বাই পুলিশ আমাকে আটক করেছে। মুম্বাই পুলিশ বলেন, ২০১৬ সালের ১টি মামলার জন্য আমাকে আটক করা হয়েছে।
আটকের জন্য বলিউড সুপাস্টার সালমান খানকে দায়ী করেছেন কামাল খান। তিনি পোস্টে লিখেছেন, সালমান খান বলেছেন- আমার জন্য তার টাইগার থ্রি সিনেমা ফ্লপ করেছে। থানা বা কারাগারে যদি আমি মারা যাই, তাহলে আপনারা সবাই জানবেন, এটি একটি পরিকল্পিত হত্যা। আর আপনারা সবাই জানেন এ ঘটনার জন্য কে দায়ী। বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে তার দ্বন্দ্ব এখন আইনি লড়াই পর্যন্ত গড়িয়েছে।