পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের ভারতের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার (০৮ সেপ্টেম্বর) এক নির্বাচনি প্রচারণায় এই আহ্বান জানান তিনি। খবর হিন্দুস্তান টাইমস।
কাশ্মীরের রামবনে বিজেপি’র প্রার্থী রাকেশ সিংহ ঠাকুরের সমর্থনে নির্বচনী সভায় বক্তব্য রাখছিলেন ভারতে’র পতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানেই তিনি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের ভারতে’র সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পাকিস্তান আপনাদের সাথে বিদেশির মতো আচরণ করে। আমরা তা করব না। আমরা আপনাদের আপন করে নেব।
জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের উদ্দেশে রাজনাথ বলেন, জম্মু-কাশ্মীরে পরবর্তী সরকার গঠনে বিজেপিকে সমর্থন করুন। আমরা এখানে এতোটাই উন্নয়ন করব। যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষেরা তা দেখে আর পাকিস্তানের সঙ্গে থাকতে চাইবেন না। পরিবর্তে তারা ভারতের সঙ্গে যোগ দিতে চাইবেন।
প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সকল বাসিন্দাকে আমি বলতে চাই, পাকিস্তান আপনাদের সাথে বিদেশির মতো আচরণ করে। কিন্তু ভারতীয়রা আপনাদের সেইভাবে দেখেন না। আমরা আপনাদের আপন লোক মনে করি। আপনারাও আসুন, ভারতের সঙ্গে যুক্ত হোন। প্রসঙ্গত, প্রায় ১০ বছর পর কাশ্মীরে আবার বিধানসভা ভোট হচ্ছে।