ভারতে প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ২ জন। ভারতের তেলাঙ্গানা রাজ্যের মেডাক জেলায় বিমানবাহিনীর ১টি প্রশিক্ষণ উড়োজাহাজ নিয়ন্ত্রন হারিয়ে ২ জন পাইলটের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন বিমানবাহিনীর প্রশিক্ষক, আরেক জন প্রশিক্ষণার্থী। এ বিষয়ে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে এক্স বার্তায় (সাবেক টুইটার) বলা হয়েছে, সোমবার (০৪ ডিসেম্বর) সকালে তেলেঙ্গানা রাজ্যের মেদাক জেলায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
ভারতে প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হওয়ার বিষয়ে বিমান বাহিনী জানিয়েছেন, বিমানটি হায়দরাবাদের এয়ার ফোর্স একাডেমি (এএফএ) থেকে প্রশিক্ষণের জন্যে উড়াল দিয়েছিল। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় ১ জন প্রশিক্ষক এবং ১ জন প্রশিক্ষণার্থী পাইলট বিমানটির ভিতরে বসে ছিলেন। তারা দুজনেই মারা গেছেন।
দুর্ঘটনার আসল কারণ এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। দুর্ঘটনাটির তদন্ত করে দেখছেন ভারতীয় বিমানবাহিনী, তবে দুর্ঘটনায় বেসামরিক কেউ হতাহত হননি। Pilatus pc 7 mk ii বিমানটি ১টি একক ইঞ্জিন বিশিষ্ট বিমান। আইএএফ পাইলটরা এর মাধ্যমে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করে।