ভারতে ১৮তম লোকসভার নির্বাচনে ভোট গ্রহণ আজ শুরু হয়েছে। ৭ দফায় ৫৪৩টি আসনে ভোট গ্রহণ হবে । ১ম দফার ভোটে তালিকায় আছে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি ভোট কেন্দ্র।
এছাড়াও অরুণাচল প্রদেশ, মণিপুর এবং মেঘালয়ের ২টি করে আসনে ভোট গ্রহণ হবে। ১টি করে আসনে ভোটগ্রহণ হবে ছত্তীসগঢ়, নাগাল্যান্ড, মিজোরাম, সিকিম, উত্তরাখণ্ড, ত্রিপুরা, আন্দামান ও নিকোবর, জম্মু-কাশ্মীর, লক্ষদ্বীপ এবং পন্ডিচেরি।
মণিপুরে মোট ২টি লোকসভা আসন। ইনার মণিপুর ও আউটার মণিপুর। তবে ভারতের নির্বাচন কমিশন আউটার মণিপুরকে ভাগ করে ২দফায় ভোট গহণ করানোর সিদ্ধান্ত নিয়েছে। ভারতে ১৮তম লোকসভা নির্বাচন শুক্রবার তাই আউটার মণিপুরের চূড়াচাঁদপুর এবং চান্দেল জেলার মোট ১৫টি বিধানসভা আসনে ভোটগ্রহণ শুরু হবে।
পাশাপাশি বিহারের ৪, উত্তরাখণ্ড এবং মহারাষ্ট্রের ৬, উত্তরপ্রদেশের ৮ আসন, রাজস্থানের ১২টি আসনে ভোটগ্রহণ হবে। ১ম দফায় সবচেয়ে বেশি ভোটগ্রহণ শুরু হচ্ছে তামিলনাড়ুতে। দক্ষিণ ভারতের এই রাজ্যে ৩৯টি লোকসভা আসনের সবগুলোতেই ভোটগ্রহণ হবে ১ম দফায়।