মার্কিন এআই ফার্ম ওপেনএআই’য়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান পুরুষ সঙ্গী অলিভার মুলহেরিনকে বিয়ে করলেন। সম্প্রতি সমুদ্রের তীরে আয়োজিত অনুষ্ঠানে তাদের আংটি বদলের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভাইরাল হওয়া ছবিতে অল্টম্যান ও মুলহেরিনকে সমুদ্রের তীরের এক মনোরম স্থানে আংটি বিনিময় করতে দেখা যায়। বিবাহের ছবিগুলো মুলহেরিন তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট থাকায় তা যাচাই করা যায়নি।
স্যাম অল্টম্যান তাদের বিয়ের খবরটি এনবিসি নিউজের মাধ্যমে নিশ্চিত করেছেন। ছবিতে সমুদ্রের তীরে পামগাছে ঘেরা একটি খোলা জায়গায় অল্টম্যান ও মুলহেরিনকে আংটি বদল করতে দেখা গেছে। এ অনুষ্ঠানে ১২ জনের মতো অতিথি উপস্থিত ছিলেন। তবে সমুদ্রতীরবর্তী এ আয়োজিত অনুষ্ঠানস্থলের নাম প্রকাশ করা হয়নি।
মুলহেরিনের সাথে তার সম্পর্ককে সবসময় মিডিয়ার থেকে দূরে রেখেছেন অল্টম্যান। তারা গেল বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরের সময় হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিয়ে একসাথে ফ্রেমবন্দী হয়েছিলেন।
গুঞ্জন শোনা গেছে, অল্টম্যান ও তার প্রেমিক অলিভার মুলহেরিন শীঘ্রই সন্তান নিতে চান। অল্টম্যান ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা (সিইও)। এ প্রতিষ্ঠানটি চ্যাটজিপিটির উদ্ভাবক। অল্টম্যান ২০১৫ সালে ইলন মাস্কসহ প্রযুক্তি খাতের কয়েকজন ধনকুবেরের সাথে যৌথভাবে মার্কিন এআই ফার্ম ওপেনএআই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। ২০২৩ সালে টাইম ম্যাগাজিন তাকে ‘সিইও অব দ্য ইয়ার’ ঘোষণা করে।