পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙচুরের পরিকল্পনার অভিযোগে তিনজনকে আটক করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। আটককৃতদের মধ্যে রয়েছেন এক যুবক, তার প্রেমিকা ও প্রেমিকার মা। খবর হিন্দুস্তান টাইমস।
হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়, হোয়াটস অ্যাপ এর একটি গ্রুপের বার্তায় বলা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে ভাঙচুর করা হবে। ছাত্রদের নবান্ন অভিযানের সময় যখন গোটা পশ্চিমবঙ্গজুড়ে অশান্তি ছড়াবে সেই সুযোগে মুখ্য়মন্ত্রীর কালীঘাটের বাড়িতে হামলার পরিকল্পনা করা হয়েছিলো বলে অভিযোগ উঠেছে। পুরো বিষয়টি পশ্চিমবঙ্গ পুলিশ খতিয়ে দেখছে।
প্রাথমিকভাবে আটককৃত ওই যুবক পুলিশকে জানিয়েছে, প্রেমিকার মা তাকে এই বার্তা পাঠানোর জন্য বলেছিল। তবে কেন তাকে এ ধরনের বার্তা পাঠানোর জন্য় বলা হয়েছিলো তা পুলিশ খতিয়ে দেখছে।
উল্লেখ্য, আরজি কর কাণ্ডে ১ দফা ১ দাবি মুখ্য়মন্ত্রীর পদত্যাগের দাবিতে পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয়ে নবান্ন অভিযানকে কেন্দ্র করে দফায় দফায় উত্তাল হয়েছিল কলকাতা। কলকাতার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে অশান্তি। এমনকি পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেছিল ছাত্র-জনতা। ইতোমধ্য়েই ছাত্র সমাজের নবান্ন অভিযানের এক নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে।