যুব এশিয়া কাপে শিবলির সেঞ্চুরিতে ফাইনালে বড় সংগ্রহ টাইগারদের। আসরজুড়েই দারুণ ফর্মেই আছেন বাংলাদেশ উইকেটরক্ষক আশিকুর রহমান শিবলি। আগের ৪ ম্যাচে ১টি সেঞ্চুরিসহ ছিল দুটি ফিফটিও।
এবার সেই ফর্ম তিনি টেনে আনলেন ফাইনালেও। তার দুর্দান্ত ১ সেঞ্চুরির ওপর ভর করে বড় সংগ্রহ পেয়েছে টাইগাররা।
যুব এশিয়া কাপের ফাইনালে আজ রবিবার (১৭ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতকে ২৮৩ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশের যুবারা।
যুব এশিয়া কাপে দুবাইয়ে আজ টস হেরে আগে ব্যাট করতে নেমে অবশ্য ভালো শুরু পারেনি বাংলাদেশ। ওপেনার জিশান আলম মাত্র ৭ রান করে সাজঘরে ফেরেন। কিন্তু এরপর ১২৫ রানের জুটি গড়ে খেলার মোড় বদলে দেন আশিকুর রহমান শিবলি এবং রিজওয়ান।
যুব বাংলাদেশ দলেন হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেন শিবলি ১৪৯ বলে ১২৯ রানের ইনিংসটি খেলার পথে ১২টি চার ও ১ ছক্কা হাঁকান তিনি। ওভারের শেষ বলে অষ্টম উইকেট হিসেবে বিদায় নেন রোহানাত দৌল্লা বর্ষণ। ৮ উইকেটে টাইগারদের সংগ্রহ ২৮২ রান।
বল হাতে আরব আমিরাতের আয়মান তুলে নিয়েছেন ৪ উইকেট। এছাড়া ওমিদ রহমান ২টি এবং হার্দিক পাই ও ধ্রুব পারাশার ১টি করে উইকেট নেন।