রাম মন্দিরে মূর্তিকে প্রণাম করেছেন কেরালার গভর্নর আরিফ মোহাম্মদ খান। বুধবার (০৮ মে) ভারতের কেরালা রাজ্যের গভর্নর আরিফ মোহাম্মদ খান অযোধ্যার রাম মন্দির পরিদর্শন করেছেন। এসময় তিনি রামের মূর্তির সামনে মাথা ঠেকিয়ে প্রণাম করেছেন। খবর এনডিটিভি।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টে কেরালার রাজ ভবন লিখেছেন, গভর্নর আরিফ রাম মন্দির পরিদর্শন করেছেন এবং তিনি রাম মন্দির ঘুরে দেখেন।
সাংবাদিকদের গভর্নর আরিফ খান বলেন, চলতি বছরে আমি জানুয়ারিতে ২ বার অযোধ্যায় এসেছিলাম। ওই সময়ের অনুভূতি আজও একইরকম আছে। আমি অযোধ্যায় বেশ কয়েকবার এসেছি। অযোধ্যায় এসে শ্রীরামের পূজা করা, এটা আমাদের জন্য শুধু সুখের বিষয় নয় বরং গর্বের বিষয়।’
অন্যদিকে, কেরালার গভর্নরের অফিসিয়াল এক্স টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, কেরালার গভর্নর আরিফ খান রাম মন্দিরে রামলালা মূর্তির সামনে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন আর পেছনে থেকে ‘জয় শ্রীরাম’ ধ্বনি শোনা যাচ্ছে।