কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ হামলার পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিন বলেন, “যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের একে একে জবাব দেওয়া হবে—লড়াই শেষ হয়ে যায়নি।”
গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় নিহত হন ২৬ জন। ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা উড়িয়ে দিয়েছে। এর জেরে দুই দেশের মধ্যে ফের চড়েছে উত্তেজনার পারদ। সীমান্তে গোলাগুলির ঘটনাও বাড়ছে।
হামলার পরদিন সৌদি আরব সফররত অমিত শাহকে ফোনে জরুরি বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্দেশ পেয়েই তিনি সরাসরি শ্রীনগর গিয়ে বৈঠকে বসেন। পরদিন যান পহেলগাঁও, যেখানে হামলার রক্তাক্ত চিহ্ন তখনও স্পষ্ট।
সেখানে গিয়ে অমিত শাহ বলেন, “নব্বইয়ের দশক থেকে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদ রুখতে আমরা জিরো টলারেন্সের নীতি নিয়েছি। পহেলগাঁওয়ের হামলা আমাদের সেই লড়াই থামিয়ে দিতে পারবে না। যারা এই হামলায় যুক্ত, তারা যেন না ভাবে ২৭ জনের প্রাণহানিতে তারা জিতে গেছে। লড়াই এখনো চলছে, এবং আমরা জবাব দেব—একেবারে বেছে বেছে।”
এর আগে বিহারের মধুবনীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সুর চড়ান। বলেন, “জগৎ শেষ হলেও দোষীদের খুঁজে বের করা হবে।”
অমিত শাহ হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতিও সহমর্মিতা জানান। বলেন, “এটা শুধু আপনাদের ক্ষতি নয়, এটা আমাদের ব্যক্তিগত ক্ষতিও। যারা এই ঘটনার পেছনে, তারা কেউ রেহাই পাবে না।”