শত্রুরা উস্কানি দিলে তাদের পরমাণু অস্ত্র দিয়ে আক্রমণ করা হবে বলে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
তিনি জানিয়েছেন, শত্রুরা যদি তাদের পরমাণু অস্ত্র নিয়ে কোনো রকমের উস্কানি দেয় তাহলে উত্তর কোরিয়া শত্রুদের ওপর পরমাণু অস্ত্র দিয়েই আক্রমণ চালাবে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) একটি বিষেশ প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছেন। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিয়ে উত্তর কোরিয়ার সৈন্যদের মহড়া চলাকালীন সময়ে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন কিম জং।
উত্তর কোরিয়া সাধারণত আমেরিকাক এবং দক্ষিণ কোরিয়াকে শত্রু দেশ হিসেবে উল্লেখ করেন। কিন্তু এই ২ দেশের মধ্যে শুধুমাত্র আমেরিকাই পরমাণু অস্ত্রধারী দেশ। ফলে কিম জং উন শত্রু বলতে আমেরিকাকে বুঝিয়েছেন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) উত্তর কোরিয়া বলেছিল, তারা ১টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছেন। দেশের পরমাণু বাহিনী শত্রুর বিরুদ্ধে যুদ্ধের জন্য কেমন প্রস্তুতি নিয়েছে তা যাচাই করার জন্য এই ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়েছে।
শত্রুরা উস্কানি দিলে তাদের পরমাণু অস্ত্র দিয়ে আক্রমণের বিষয়ে কিম জং উন জানান, উত্তর কোরিয়ার সেনাদের যুদ্ধপ্রস্তুতি ও উচ্চ পর্যায়ের সক্ষমতা পরিষ্কার হয়েছে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাণের মাধ্যমেই। এছাড়াও তিনি দেশের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী হওয়ার পরামর্শ দিয়েছেন।