ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। তবে মোদি সাফ জানিয়ে দেন, তিনি শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না।
রোববার (২৭ এপ্রিল) আল জাজিরার ‘টক টু আল–জাজিরা’ অনুষ্ঠানে সম্প্রচারিত সাক্ষাৎকারে ড. ইউনূস এসব মন্তব্য করেন। অনুষ্ঠানটি ‘মুহাম্মদ ইউনূস: বাংলাদেশে সত্যিকারের সংস্কার, নাকি শুধু নতুন শাসক শ্রেণি?’ শিরোনামে প্রকাশিত হয়েছে।
সাক্ষাৎকারে ড. ইউনূস জানান, থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে তার বৈঠক হয়। সেখানে তিনি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের বিষয়ে মোদিকে অবগত করেন। জবাবে মোদি বলেন, “ভারত এমন একটি দেশ, যেখানে সামাজিক যোগাযোগমাধ্যম সবার জন্য উন্মুক্ত। তাই হাসিনাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।”
ড. ইউনূস আরও বলেন, “আমি মোদিকে জানিয়েছি, যদি তিনি হাসিনাকে রাখতেই চান, তাহলে আমি হয়তো তা মেনে নিতে পারবো না। তবে অন্তত তার প্রকাশ্য মন্তব্য বন্ধ হওয়া উচিত, কারণ তা আমাদের জন্য বড় সমস্যা সৃষ্টি করছে।”
এছাড়া সাক্ষাৎকারে তিনি জানান, জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আগামী মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার শুরু হবে। ইউনূস দাবি করেন, জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনার অপরাধ প্রমাণিত হয়েছে এবং তার বিচার প্রক্রিয়া মে মাসের শুরুতেই শুরু হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে। তবে এখনো আনুষ্ঠানিক কোনো জবাব আসেনি।
নির্বাচন প্রসঙ্গে ড. ইউনূস বলেন, আগামী ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।