ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শ্রীলঙ্কার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘মিত্র বিভূষণ’ পদকে ভূষিত করেছে দেশটির সরকার। দুই দেশের মধ্যে দৃঢ় ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে বিশেষ অবদানের জন্য মোদিকে এই সম্মাননা প্রদান করা হয়।
শুক্রবার কলম্বোতে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি অনূঢ়া কুমারা দিশানায়েকে ভারতের প্রধানমন্ত্রী মোদির হাতে এই পদক তুলে দেন।
পদক গ্রহণ করে প্রধানমন্ত্রী মোদি বলেন, “প্রেসিডেন্ট দিশানায়েকের কাছ থেকে ‘মিত্র বিভূষণ’ গ্রহণ করা আমার জন্য গর্বের বিষয়। এটি শুধু আমার নয়, বরং ১৪০ কোটি ভারতীয় নাগরিকের সম্মানের প্রতীক।”এই নিয়ে ২২টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
২০০৮ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে ‘মিত্র বিভূষণ’ পদক প্রবর্তন করেন। এটি শুধু কূটনৈতিক বন্ধুত্ব নয়, বরং আঞ্চলিক শান্তি ও সহযোগিতার এক প্রতীক।
এর আগে. এই পদকে ভূষিত হয়েছিলেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইউম ও ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাত (মরণোত্তর)।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন সূত্রে জানাা যায়, ‘মিত্র বিভূষণ’ পদকে রয়েছে একটি কলস, ধানের পাতা, চাঁদ ও সূর্য এবং ৯টি রত্ন। এই চিহ্নগুলো দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক, সমৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে নির্দেশ করে।
থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে নরেন্দ্র মোদি গতকাল শুক্রবার রাতে শ্রীলঙ্কায় পৌঁছান। শ্রীলঙ্কা সফরের অংশ হিসেবে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়।