সন্তান জন্ম দিলেই পাওয়া যাবে ৭৫ হাজার ডলার। এমন একটি ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার একটি বেসরকারি কোম্পানি। ঘোষণা অনুযায়ী, তাদের কোম্পানিতে কর্মরত যেকোনো নারী কর্মী একটি সন্তান জন্ম দিলেই পাবেন ৭৫ হাজার ডলার।
ভিডিও দেখতে ক্লিক করুন :
গেলো ৫ ফেব্রুয়ারী সিউলভিত্তিক কোম্পানি বুইয়ং একটি অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে ২০২১ সাল থেকে তাদের কোম্পানিতে কর্মরত নারীদের ৭০ টি বাচ্চা জন্ম দেওয়ায় মোট ৫ দশমিক ২৫ মিলিয়ন বা ৫২ লক্ষ ৫০ হাজার ডলার পুরস্কার দেওয়া হয়।
বুইয়ংয়ের মতো দক্ষিণ কোরিয়ার অনেক বহুজাতিক ও স্থানীয় কোম্পানিও দেশটির জন্মাহার বাড়াতে বোনাস দেওয়ার এই নীতি অনুসরণ করছে। কুমহো পেট্রোকেমিক্যাল নামের একটি বহুজাতিক কোম্পানি গণমাধ্যমে জানিয়েছেন, তারা তাদের অফিসে কর্মরত নারীদের একটি করে সন্তানের জন্য সর্বোচ্চ ১৫ হাজার ডলার বোনাস দেবে। এই মুহুর্তে দেশটির জন্মাহার মাত্র শুন্য দশমিক ৭৮ পার্সেন্ট, যা বিশ্বের সর্বনিম্ন জন্মাহার হিসেবে গণিত।