কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনারা ‘সাদা পতাকা’ উত্তোলন করে পিছু হটেছে বলে দাবি করেছে পাকিস্তান। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে এমন দাবি তোলা হয়। খবরটি প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে লেখেন, ‘প্রথমে ভারত তদন্তের প্রস্তাব প্রত্যাখ্যান করল, আর এখন সরাসরি মাঠ থেকেই পালিয়ে গেল।’ তাঁর দাবি, সীমান্তের একটি চৌকিতে ভারতীয় সেনারা আত্মসমর্পণের প্রতীক হিসেবে পরিচিত ‘সাদা পতাকা’ তুলে তাদের অবস্থান ছেড়ে চলে গেছে।
তবে পাকিস্তানের এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আল-জাজিরা।
এই ঘটনার পটভূমিতে রয়েছে পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনা। বুধবার ভোরে আজাদ কাশ্মীরসহ পাকিস্তানের কয়েকটি স্থানে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে জানিয়েছে ইসলামাবাদ। এতে শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছে বলে দাবি তাদের।
অন্যদিকে ভারত দাবি করছে, পাকিস্তানি বাহিনীর গুলিতে তাদের তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
দুই দেশের মধ্যে এভাবে পাল্টাপাল্টি হামলার ঘটনা চলতে থাকায় দক্ষিণ এশিয়ার এই পুরোনো বিরোধ নতুন করে ভয়াবহ রূপ নিচ্ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।