চার নারী ইসরায়েলি সেনার জিম্মির বিনিময়ে ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। শনিবার (২৫ জানুয়ারি) যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলের দুই কারাগার থেকে এসব ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়া হয়।
এর আগে, গাজায় বন্দী ৪ জন ইসরিইলি নারী সেনার মুক্তি দেয়া হয়। মুক্তিপ্রাপ্তরা হলেন, করিনা আরিভ, ড্যানিয়েলা গিলবোয়া, নামা লেভি ও লিরি আলবাগ।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের অফার কারাগার ও নেগেভ মরুভূমির কাজিয়ত কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীরা মুক্তি পেয়েছেন। এরপর মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের ৩টি বাসযোগে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার পশ্চিমে অবস্থিত বেইতুনিয়া শহরে নেয়া হয়।
জানা গেছে, কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত রবিবার গাজা যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। সেই যুদ্ধ বিরতির চুক্তির আওতায় দ্বিতীয় দফায় ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মুক্তি দেয়া হয়। প্রথম দফায় হামাস ৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। বিপরীতে ইসরায়েলের কারাগারগুলো থেকে ৯০ ফিলিস্তিনি বন্দী মুক্তি পান। এরপর আজ হামাস ৪ নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দেয়। বিপরীতে ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল।
প্রসঙ্গত, হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায়। তারপর থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।