কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরমে নাকাল জনজীবন। টানা মৃদু ও মাঝারি তাপপ্রবাহের কারণে বেড়েছে গরমের তীব্রতা। তবে অপেক্ষার অবসান ঘটতে চলেছে। সোমবার (২৮ এপ্রিল) থেকে বৃষ্টির প্রবণতা বাড়বে এবং কমবে তাপমাত্রা—এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার থেকে দেশের অনেক এলাকায় বজ্রবৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রাও কিছুটা নেমে আসবে বলে জানানো হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে দমকা হাওয়ার সাথে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে শনিবারও (২৬ এপ্রিল) দেশের বেশ কিছু অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত ছিল। রাজশাহী বিভাগ, দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলে গরমের তীব্রতা বেশি অনুভূত হয়েছে। আজও (শনিবার) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে—২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে রাজধানী ঢাকায় দিনটি শুরু হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে।