বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় রেমাল দ্রুত শক্তি বাড়িয়ে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এরইমধ্যে সমুদ্র উপকূলীয় অঞ্চলে এর প্রভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হচ্ছে।
প্রাকৃতিক এ দুর্যোগ মোকাবিলার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। উপকূলীয় এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রায় ৯ হাজার আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
রবিবার (২৬ মে) সচিবালয়ে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো: মহিববুর রহমান।
তিনি জানান, ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ঘূর্ণিঝড় রেমাল দ্রুত অগ্রসর হওয়ায় উপকূলীয় এলাকার ৮ লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ঘূর্ণিঝড়ের প্রভাব শেষ না হওয়া পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।