বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টায় স্থল গভীর নিম্নচাপের প্রভাবে ঢাকা, রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। রবিবার (১৫ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ভারী বর্ষণের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় জানানো হয়েছে, রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (২৮৯ মিলিমিটার) বৃষ্টি হতে পারে।
আরেকদিকে আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার এক পূর্বাভাসে জানানো হয়েছে, সমুদ্রে গভীর নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গও এর তৎসংলগ্ন এলাকায় বিরাজ করছে। এটি আরো পশ্চিম, উত্তর/পশ্চিম দিকে গিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।
এছাড়া মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ হরিয়ানা, বিহার, পাঞ্জাব, উত্তর প্রদেশ, গভীর স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত আছে। আর মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় আছে।
গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে ২২৩ মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে । এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট বিভাগে ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস।