সন্ধ্যার মধ্যেই দেশের উত্তরের দুই অঞ্চলে কালবৈশাখির ঝাপটা—বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য জারি করা এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিসের ভাষ্য অনুযায়ী, রংপুর ও দিনাজপুর অঞ্চলজুড়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার গতিতে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এর ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, কালবৈশাখি মৌসুমে এই ধরনের ঝড়ো আবহাওয়া স্বাভাবিক, যদিও এ সময়কার বৃষ্টিপাত সাধারণত স্বল্পমেয়াদী ও পরিমাণে কম হয়ে থাকে। তবুও হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত থেকে রক্ষা পেতে স্থানীয়দের সাবধানতার সঙ্গে চলাফেরা করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল (৯ এপ্রিল) দেশের উত্তরাঞ্চলেই দেখা গেছে সবচেয়ে বেশি বৃষ্টির নমুনা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ১৫ মিলিমিটার বৃষ্টিপাত।
উপদ্রুত অঞ্চলের বাসিন্দাদের ঝড়ের সময় নিরাপদ স্থানে অবস্থান করা এবং বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নদীপথে চলাচলরত নৌযানগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।