চেন্নাই টেস্টে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের জন্য লুকিয়ে আছে ভয়ের বার্তা বলে মন্তব্য ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৪৪ রানে ৬ উইকেট ফেলে দিয়ে বাংলাদেশ ভারতকে বেশ চাপেই ফেলে দিয়েছিলো।
তবে ৭ম উইকেটে বাংলাদেশি পেসার হাসানামাহমুদের তোপের মুখে খেলতে নেমে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ১৯৫ রানের গড়েন। প্রথম দিনের খেলা শেষে ৬ উইকেটে ৩৩৯ রান করেছে ভারত। অশ্বিন ১০২ ও জাদেজা ৮৬ রান নিয়ে অপরাজিত আছেন।
আগামীকাল চেন্নাই টেস্টের ২য় দিনে কী খেল হবে। দিনের খেলা শেষে রবি শাস্ত্রীর করা এমন এক প্রশ্নের জবাবে অশ্বিন বলেছেন, সেখানে বাংলাদেশের ব্যাটারদের জন্য লুকিয়ে আছে ভয়ের বার্তা। তবে কী এমন বলেছেন অশ্বিন, যে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা ভয় পেতে পারেন। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামের উইকেটে আজ প্রথথ দিনের শেষ সেশনেও পেসারদের সাহায্য পেতে দেখা যায়। ভারতের ৬ উইকেটের মধ্যে ৫টিই নিয়েছেন বাংলাদেশি পেসাররা।
রবিচন্দ্রন অশ্বিন ১০ চার ও ২ ছক্কায় ১১২ বলে ১০২ রানের বিধ্বংসী ইনিংস খেলছেন তিনি। আজ শুরু থেকে খেলেতে নেমে আক্রমণাত্মক ছিলেন তিনি। এই বিষয় নিয়ে অশ্বিন বলেন, এই ধরনের উইকেটে ঋষভ পান্তের মতো একটু আক্রমণাত্মক খেলাটাই ভালো বলেও মন্তব্য করেন তিনি।