টি-টোয়েন্টি বিশ্বকাপে সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী দল ঘোষণা করেছে। মেরুন জার্সিতে জুনের বিশ্ব টি-২০ আসর মাতাবেন আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ারের মতো হার্ড হিটার ব্যাটারা। দলে ১মবার সুযোগ পেয়েছে পেসার শামার জোসেফ।
আগামী ২ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে পর্দা উঠবে ৯বম টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। তার ১ মাস আগে অভিজ্ঞ ও তারকা ক্রিকেটার দিয়ে দল সাজিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ।
ওয়েস্ট ইন্ডিজ টি-২০ বিশ্বকাপ স্কোয়াড: রভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্রেন্ডন কিং, জনসন চার্লস, শাই হোপ, রস্টন চেজ, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, আকিল হোসেন, শামার জোসেফ, গুদাকেশ মোতি, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড ও আলজারি জোসেফ।