শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফাইনালে হেরে অঝোরে কাঁদলেন রোনালদো, উৎসব নেইমারদের

বিশেষ সংবাদ

ফাইনালে হেরে অঝোরে কাঁদলেন ক্রিস্তিয়ানো রোনালদো, শিরোপা জয়ের উৎসব নেইমারদের। কিংস কাপের উত্তাপ ছড়ানো ফাইনাল ম্যাচে শুক্রবার (৩১ মে) রাতে আল হিলাল হারিয়েছে আল নাসরকে। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও এ ম্যাচ ১-১ গোলে সমতায় ছিলো।

টাইব্রেকারে ৫-৪ গোলে জিতে যায় নেইমারের দল আল হিলাল। তবে ম্যাচের জয়-পরাজয় ছাপিয়ে গেছে ক্রিস্তিয়ানো রোনালদোর কান্নায়। খেলা শেষে দলের হারের পর মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে পর্তুগিজ মহাতারকাকে।

ব্যক্তিগতভাবে রোনালদো দারুণ এক মৌসুম কাটালেও দলগত কোনও অর্জন নেই আল নাসরের। সেটিই হয়তো রোনালদোকে পোড়াবে সবচেয়ে বেশি। আলেকসান্দার মিত্রোভিচের গোলে ম্যাচের ৭ম মিনিটেই এগিয়ে যায় আল হিলাল।

ব্রাজিলিয়ান ম্যালকমের ক্রসে গোল বারের অনেক কাছ থেকে হেড করে বল জালে জড়ান সার্বিয়ান এ ফরোয়ার্ড। এরপর ৮৮ মিনিটে আয়মান ইয়াহিয়ার গোলে সমতা ফেরায় আল নাসর। তবে অতিরিক্ত সময়ে কোনও দলই আর কোনো গোল করতে পারেনি। তাতে ম্যাচ গড়িয়েছে টাইব্রেকারে।

সেখানে আল নাসরের শেষ ২ শট হিলালের গোলরক্ষক ইয়াসির বোনু ঠেকালে স্বপ্নভঙ্গ হয় নাসরের। এ সময় ম্যাচ শেষে স্টেডিয়ামের ত্যাগের সময় অঝোরে কাঁদতে দেখা যায় ক্রিস্তিয়ানো রোনালদোকে। তার অর্জনের খাতাটা চওড়া হলেও যেই ক্লাব ২৪ বছর পর শিরোপা জেতার এতো কাছে এসেও হারলো, সেখানে আবেগটা এমন হওয়াই স্বাভাবিক। সর্বশেষ ১৯৯০ সালে কিং কাপের শিরোপা জিতেছিলো আল নাসর।

অপরদিকে চোটের কারণে গত অক্টোবর মাস থেকেই মাঠের বাইরে রয়েছেন নেইমার জুনিয়র। তবে ফাইনালে খেলতে না পারলেও লিগ শিরোপা জেতার এ দিনও ট্রফি জয়ের উদযাপনে দলের সঙ্গী হিসেবে ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একাধিক ছবি।

সেই পোস্টে নেইমার লেখেন, ‘অবিশ্বাস্য এক বছরের জন্য দলকে অভিনন্দন। আজ আবারো তোমরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছো।’ এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো কিং কাপ শিরোপা জিতলো আল হিলাল। টুর্নামেন্টটির ২য় সর্বোচ্চ ১১টি শিরোপাও তাদেরই। ১৩টি শিরোপা নিয়ে এই তালিকার শীর্ষে রয়েছে আল আহলি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

‘কস্টিউমের ভেতরে আরও দুইটা জামা পরেছিলাম’: সমালোচনার জবাবে মাহি

‘কস্টিউমের ভেতরে আরও দুইটা জামা পরেছিলাম’, সমালোচনার জবাবে অভিনেত্রী সামিরা খান মাহি এ কথা বলেন। সম্প্রতি একটি মোটরসাইকেল ব্র্যান্ডের আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করে আলোচনায় আসেন...

জুয়ার বিজ্ঞাপন প্রচার, টিকটকার তোহা কারাগারে

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচারের অভিযোগে টিকটকার তোহা হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৪ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মো. মাহবুবুর রহমান এ...

জনপ্রিয়

অপরাধ

“যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না”: জনসভায় কায়কোবাদ

বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, “যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না।” তিনি বলেন, “যারা নতুন পার্টি (এনসিপি) করেছে, তারা...

বাসি মাংসে রক্ত মিশিয়ে তাজা বলে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসি গরুর মাংসে রক্ত মিশিয়ে তাজা মাংস বলে বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে নগদ দুই হাজান টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত...

“যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না”: জনসভায় কায়কোবাদ

বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, “যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না।” তিনি বলেন,...

বাসি মাংসে রক্ত মিশিয়ে তাজা বলে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসি গরুর মাংসে রক্ত মিশিয়ে তাজা মাংস বলে বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে নগদ দুই...

দ্বিগুণ গতি, খরচ একই: মাত্র ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস ইন্টারনেট

মাত্র ৫০০ টাকায় এখন থেকে পাওয়া যাবে দ্বিগুণ গতির...

লাল কাপড়ে ঢেকে দিল বগুড়া পলিটেকনিকের মূল ফটকের নাম

ছয় দফা দাবিতে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে বগুড়া সরকারি...