ক্রিস্তিয়ানো রোনালদো সততার উদাহরন দেখিয়েছেন সম্প্রতি একটি ম্যাচে। এএফসি চ্যাম্পিয়নস লিগে পার্সেপোলিসের বিপক্ষে শূন্যগোলে ড্র করেছে আল নাসর।
এদিন খেলার ৩য় মিনিটেই এগিয়ে যাওয়ার ভালো সুযোগ আসে আল নাসরের কাছে। ডি বক্সের মধ্যে রোনালদোকে ফাউল করায় তারা পেনাল্টি পায়। যদিও প্রতিপক্ষের ফুটবলাররা রেফারির কাছে আকুতি করে জানান এটি কোনোভাবেই ফাউল ছিল না। পরে তাদের সাথে যোগ দেন ক্রিস্তিয়ানো রোনালদো নিজেই। তিনিও রেফারিকে ইশারা করে বলেন এটি কোনোভাবেই পেনাল্টি হয়নি। ভিএআর দেখে রেফারি সিদ্ধান্ত বদলান।
ক্রিস্তিয়ানো রোনালদো‘র সততার এমন দৃশ্য বেশ আলোড়নের সৃষ্টি করেছে। সততার উদাহরণ দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা ভাসছেন রোনালদো। রেফারির ফাউলের সিদ্ধান্ত মেনে নিলে হয়তো পেনাল্টি শটটি তিনিই নিতেন। এতে তিনি গোলও পেয়ে যেতেন। তবে এমন কিছুই করলেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।
অবশ্য ম্যাচের বেশিরভাগ সময় ১০ জন প্লেয়ার নিয়েই খেলতে হয়েছে আল নাসরকে। কারণ আলী লাজামি ম্যাচের ১৭ মিনিটে লাল কার্ড দেখেন।