বাংলাদেশের বিধ্বংসী বোলিংয়ে ১৩৪ রানে আটকে গেল কিউইরা। বুধবার (২৭ ডিসেম্বর) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিধ্বংসী বোলিং তোপে ১৩৪ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।
বুধবার নেপিয়ারে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার সিদ্ধান্ত যে সঠিক ছিল, তার প্রমাণ করেছে বাংলাদেশের বোলাররা। প্রথম ওভারেই উইকেট পেয়েছেন টাইগার স্পিনার মেহেদী হাসান। তিন বলে শূন্য রানে বোল্ড যান কিউই ব্যাটার টিম সেইফার্ট। স্পিনারদের দিয়েই ইনিংস শুরু করিয়েছেন শান্ত, প্রথম ওভারের চতুর্থ বলেই সফল হয়েছেন তিনি।
কিছুক্ষণ পর ৫ম ওভারে আবারও উইকেট পান মেহেদী হাসান। ১৪ রানের মাথায় বোল্ড হয়েছেন মিচেল। ২০ রানে চতুর্থ উইকেট হারায় ব্ল্যাক কাপসরা। ১০ম ওভারে উইকেট নেওয়ার উৎসবে মেতেছেন তরুণ রিশাদ হাসানও। কিউই ব্যাটার মার্ক চ্যাপম্যানকে ১৯ রানে ফেরান তিনি। এতে দলীয় ৫০ রানেই ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড।
কিউই অলরাউন্ডার নিশাম-স্যান্টনার এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলকে। পরে টাইগার পেসার শরীফুল এসে সেই জুটি ভাঙেন।।২২ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন স্যান্টনার। এতে দলীয় ৯১ রানে ৬ উইকেট হারায় নিউজিল্যান্ড।
এরপর ১৭তম ওভারে এসে ব্ল্যাক কাপসদের এগিয়ে নিয়ে যাওয়া নিশামকে ফেরান টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। ২৯ বলে ৪৮ রান করে আউট হন তিনি। এরপর আবারও উইকেট পান মুস্তাফিজ। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।