হযরত শাহজালাল বিমান বন্দরের পাঁচ ফুটবলারের কাছে থেকে কাস্টমস কর্মকর্তাদের মদ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মদকান্ডে বিশ্বকাপ বাছাই দল থেকে বাদ দেওয়া হয়েছে ৫ ফুটবলারকে। বাংলাদেশ ফুটবল জাতীয় দলের কোচ ’হাভিয়ের কাবরেরা’ মদ পাচারের লজ্জাজনক ঘটনায় জড়িত পাঁচ ফুটবল খেলোয়াড়কে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছেন। এই ঘটনা তাদের সুনাম নষ্ট করেছে এবং তাদের আচরণ বিধি লঙ্ঘন করে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে বলে প্রকাশ করা হয়েছে।
মদকান্ডে জড়িত পাঁচ ফুটবল খেলোয়াড়, তপু বর্মণ, আনিসুর রহমান জিকো, তৌহিদুল আলম সবুজ, শেখ মোরসালিন এবং রিমন হোসেন মালদ্বীপ থেকে ফেরার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৪ বোতল মদ নিয়ে ধরা পড়ার ঘটনায় বসুন্ধরা কিংস তাদের সাময়িকভাবে বরখাস্ত করেছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদর দফতরে নিয়মিত বৈঠকে এই খেলোয়াড়দের জাতীয় দল থেকে বাদ দেওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন।
গত দুই দিন ধরে, এই পাঁচ খেলোয়াড়ের মদকান্ডে ঘটনাটি ফুটবল অঙ্গনে সবচেয়ে বড় খবর হয়ে দাঁড়িয়েছে, বসুন্ধরা কিংস তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই ঘটনাটি খেলাধুলায় শৃঙ্খলার উপর ব্যাপক প্রভাব ফেলেছে। বিষয়টির উপর গুরুত্ব দিয়ে এটি অন্যান্য ক্লাব এবং জাতীয় টিম ম্যানেজমেন্টকে একই সিদ্ধান্তে অটল থাকার জন্য বলা হয়েছে।
বসুন্ধরা কিংসের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপ এবং বাফুফের কর্মকর্তাদের দেওয়া বিবৃতি ও পরিস্থিতির তীব্রতা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।