ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শুরুর হওয়ার আগেই ভবিষ্যদ্বাণী করলেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন। এই ভবিষ্যদ্বাণী অবশ্য ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে নয়। অজি এই স্পিনার অস্ট্রেলিয়া ও ভারতের টেস্ট সিরিজ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। লায়নের দাবি, ভারতকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করবে অস্ট্রেলিয়া।
আগামীকাল থেকেই শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। এই সিরিজ পর ভারতের বিপক্ষে অস্টেলিয়ার ৫ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফির টেস্ট সিরিজ শুরু হবে আগামী নভেম্বরের ২২ তারিখ থেকে। তবে ভারতের বিপক্ষে সেই সিরিজ নিয়ে আগেই ভবিষ্যদ্বাণী করলেন অজি স্পিনার নাথান লায়ন।
দুই বছর পর পর অনুষ্ঠিত হয় ভারত-অস্টেলিয়ার মধ্যকার বোর্ডার-গাভাস্কার ট্রফি। ২০১৪-১৫ সালে পর এই ট্রফি আর কখনও জিততে পারেনি অস্ট্রেলিয়া। তবে লায়নের দাবি, এবার ভারতকে হোয়াইটওয়াশ করবে অস্টেলিয়া।
অজি ক্রিকেটার লায়ন বলেছেন, গত ১০ বছর আগে আমরা সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছিলাম। ভারত যখন ইংল্যান্ডের বিপক্ষে খেলেছে, তখন থেকেই আমি ওদের ওপর নজর রাখছি। ওই সিরিজের পর থেকেই আমার মাথায় শুধু বোর্ডার-গাভাস্কার ট্রফি ঘুরছে। এই ট্রফি আমার জিততে চাই। অস্ট্রেলিয়া এই ট্রফি ৫-০ ব্যবধানে জিতবে বলে দাবি করেন নাথান লায়ন।