বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ কার্যালয় থেকে জানানো হচ্ছে, উপজেলা পরিষদ জামে মসজিদ পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, অস্থায়ী ভিত্তিতে একজন খতিব নিয়োগ দেওয়া হবে।
এই পদে আবেদন করতে হলে আবেদনকারীর স্বীকৃত বোর্ড থেকে দাওরায়ে হাদিস বা কামিল পাশের সনদ থাকতে হবে, তবে তৃতীয় শ্রেণির সনদ গ্রহণযোগ্য নয়। এছাড়া, ইমাম, খতিব, মুফতি বা মুহাদ্দিস হিসেবে কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীকে আরবি ভাষায় দক্ষ হতে হবে এবং সহীহ, শুদ্ধ উচ্চারণে, মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করতে পারদর্শী হতে হবে। পাশাপাশি, সমসাময়িক প্রাসঙ্গিক খুৎবা দেওয়ার যোগ্যতাও থাকতে হবে।
আবেদনের সময় প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছর এবং তাকে অবশ্যই বিবাহিত হতে হবে।
আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে, জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র এবং তিন কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা সত্যায়িত ছবি। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ১৫ জুলাই, ২০২৫
আবেদন পাঠাতে হবে:
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভাপতি, উপজেলা পরিষদ জামে মসজিদ পরিচালনা কমিটি, শেরপুর, বগুড়া বরাবর
মনে রাখবেন, নিয়োগের বিষয়ে কোনো তদবির গ্রহণযোগ্য নয়। সম্মানী ও অন্যান্য সুবিধা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।
বিজ্ঞপ্তিটি প্রচারের জন্য সংশ্লিষ্ট সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইসলামিক ফাউন্ডেশন শেরপুর শাখাকে অনুরোধ জানানো হয়েছে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে।