অর্ধশতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে পুজোর উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও পোলাও বিতরণ করা হয়।
নওগাঁয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার বিতরণ করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অর্ধশতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে পুজোর উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও পোলাও বিতরণ করা হয়।
নওগাঁয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার (২০ অক্টোবর) নওগাঁ হাজী পাড়ার আদর্শ রবিদাস উন্নয়ন সংস্থা (আরুস), রুডো এবং রানি’র উদ্যোগে এ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন নওগাঁ জেলা এনজিও ফেডারেশনের সমন্বয়কারী রাণী এর নির্বাহী পরিচালক ফজলুল হক খান।
আদর্শ রবিদাস উন্নয়ন সংস্থা (আরুস) এর প্রধান নির্বাহী প্রদীপ রবিদাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলারি সমিতি নওগাঁ জেলার সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন, রুডো নওগাঁর সভাপতি মো: আতরুল ইসলাম, জেলা সমাজসেবার কার্যালয় নওগাঁর উচ্চমান অফিস সহকারী মো: আল-মাসুদ রানা, পাপ্পু কুমার, জয় কুমার, মাধবী রানী, মহেশ রবিদাস প্রমুখ।