অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
বগুড়ায় শারদ সাহিত্য সাময়িকী মহার্ঘ’র ১৫তম প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উত্তরবঙ্গের অন্যতম প্রকাশনা মহার্ঘ-শারদীয় শিল্প,সংস্কৃতি ও সাহিত্য সাময়িকী’র ১৫তম প্রকাশনা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০ অক্টোবর শুক্রবার রাত ৮টার দিকে বগুড়ার শেরপুর সান্যালপাড়াস্থ টাউন বারোয়ারী দুর্গাপূজা মন্ডপ চত্ত্বরে উৎসবের দ্বার ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠিকতার শুরু হয়। অনুষ্ঠানে সাংবাদিক দীপক কুমার সরকারের সম্পাদনায় এ বর্ণিল পূজো সংখ্যা মহার্ঘের মোড়ক উম্মোচন করা হয়।
অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
বগুড়ায় শারদ সাহিত্য সাময়িকী মহার্ঘ’র ১৫তম প্রকাশনা অনুষ্ঠান টাউন বারোয়ারী পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি স্বপন চন্দ্র কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা, সহকারি কমিশনার(ভূমি) এস এম রেজাউল করিম, থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা, সাবেক স্বাধীন কুমার কুন্ডু, প্যানেল মেয়র সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, হিন্দু বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদ শেরপুর শাখার সভাপতি বরেন্দ্রনাথ স্যানাল।
তাপশ বসাকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত কুমার বসাক, উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, টাউন বারোয়ারী পূজা মন্ডপ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মোহন্ত, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফ, সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভ, আনন্দ টিভি’র বগুড়া প্রতিনিধি বাধন কর্মকার কৃষ্ণ, নৃত্যাঞ্জলি আর্টস একাডেমীর সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, সাংবাদিক বাদশা আলম, উত্তম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্থানীয় শিশু-কিশোরদের কন্ঠে ধর্মীয় সঙ্গীত ও শেষে নৃত্যাঞ্জলি আর্টস একাডেমীর আয়োজনে ওস্তাদ কেএম কামরুল হাসান পাশার পরিচালনায় এক মনমুগ্ধকর নৃত্যানুষ্ঠান পরিবেশন হয়।