দেশের বাজারে ইলিশের দাম আকাশ ছুঁই ছুঁই। দেড় কেজি ওজনের ইলিশ ২২০০ থেকে ২৩০০ টাকা এবং ১ কেজির কাছাকাছি ওজনের ইলিশের দাম ১৭০০ থেকে ১৮০০ টাকা। আর ব্রয়লার মুরগির বাজারে যেন আগুন! ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিতে ১৭০-১৭৫ টাকায়।
তবে কিছুটা কমেছে সোনালি মুরগির দাম। কেজিতে এ মুরগির দাম ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। আর প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায় । সোমবার (০৯ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজার সরেজমিন ঘুরে এ চিত্র দেখা যায়।
ব্যবসায়ীরা দাবি করেন, দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় প্রচুর মুরগি মারা গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য খামার। ফলে উৎপাদন ব্যবস্থা ব্যাহত হওয়ায় মুরগি ও ডিমের দাম বাড়ছে।
আরেকদিকে, কমতির হাওয়ালাগা মাছের বাজারও এখন বাড়তির দিকে। বড় আকারের কাতলা, রুই ও মৃগেল বিক্রি হচ্ছে কেজিতে ৪০০ থেকে ৫০০ টাকায়।