তার ছাড়াই ইয়ারবাডস চার্জ করবে এমন একটি ফোন বাজারে এসেছে যার নাম ইনফিনিক্স নোট ৩০ প্রো।
স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে যারা তারবিহীন হেডফোন বা ইয়ারবাডস ব্যবহার করেন, তাদের জন্য এটি সুসংবাদ।
ভ্রমণের সময় ইয়ারবাডসের চার্জ শেষ হয়ে গেলে ইনফিনিক্স নোট ৩০ প্রো ফোনটিতে ‘রিভার্স ওয়্যারলেস চার্জিং’ সুবিধা থাকার কারনে ওয়্যারলেস বা তারের সংযোগ ছাড়া ইয়ারবাডস চার্জ করা যাবে।
সম্প্রতি ইনফিনিক্স কোম্পানি মোবাইল ব্যবহারকারীদের জন্য এমন একটি সুসংবাদ নিয়ে এসেছে।
সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ইনফিনিক্স বাংলাদেশ। কোম্পানি ফোনটির দাম ঠিক করেছে ২৭,৯৯৯ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোনটিতে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে, ফলে দ্রূত চার্জ সম্পন্য হয় এই ফোনটির মাধ্যমে।
৬৫ ওয়াটের চার্জিং প্রযুক্তি থাকায় প্রতি ১০ মিনিটে ২৫ শতাংশ পর্যন্ত চার্জ সম্পন্ন করতে পারে ফোনটি এবং এর মাধ্যমে একাধিক ইয়ারবাডস চার্জ করা যায়। ব্যবহারকারীদের জন্য ইনফিনিক্স বাংলাদেশ ফোনের সাথে একটি ওয়্যারলেস চার্জার উপহার দিচ্ছে।
কম আলোতেও ভালো মানের ছবি তোলার জন্য ফোনটির ফ্রন্টে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়াও ফোনটির পেছনে ১০৮, ২ ও ২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে এবং ৬.৬৭ ইঞ্চি পর্দার ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ মডেলের শক্তিশালী প্রসেসর।