আ. লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অগ্নিকন্যা মতিয়া চৌধুরী মারা গেছেন। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
৮২ বছর বয়সী মতিয়া চৌধুরী কয়েক দিন ধরে অসুস্থতায়ে ভুগছিলেন। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সেখানেই আজ তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পরিবার।
মতিয়া চৌধুরী বাংলাদেশের রাজনীতিতে ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিত। তার জন্ম পিরোজপুরে ১৯৪২ সালের ৩০ জুন। মতিয়া চৌধুরী সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
বামপন্থী রাজনীতির মধ্যে দিয়ে মতিয়া চৌধুরীর রাজনৈতিক জীবন শুরু হয়। ১৯৬০ এর দশকে পাকিস্তানের সামরিক স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে ছাত্র-জনতার যে আন্দোলন ও সংগ্রাম শুরু হয়, তাতে মতিয়া চৌধুরী সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। আইয়ুব খানের আমলে ৪ বার কারাবরণ করেন তিনি। পরবর্তীতে মতিয়া চৌধুরী ১৯৬৫ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবে নির্বাচিত হন।
স্বাধীনতার পর তিনি আ. লীগে যোগ দেন। এরপর তিনি আ. লীগের হয়ে বিভিন্ন আন্দোলনে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মতিয়া চৌধুরী সামরিক বিভিন্ন সরকারের সময় কারাবরণ করেন।
১৯৯৬ ও ২০০৯ ও ২০১৪ সালে আ. লীগ শাসনামলে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন এই অগ্নিকন্যা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মতিয়া চৌধুরী জাতীয় সংসদের সংসদ উপনেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।