বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কারসংস্কার একটি চলমান প্রক্রিয়া। আর এই কারণে একটি অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চালাতে দিতে পারি না। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপির মহাসচিব ফখরুল বলেন, প্রতিটি মুহূর্তেই সংস্কার হচ্ছে, সেই ধারা চলতে থাকবে। এজন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। আমরা যখন বলি, নির্বাচন তাড়াতাড়ি হতে হবে, তখন আমাদের দলের সম্পর্কে একটা ভুল ব্যাখা দেওয়া হয় যে, বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য। আমরা ক্ষমতায় আগেও ছিলাম। আল্লাহ চাইলে আমরা আবারও ক্ষমতায় যাব।
বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমি বলতে চাই এই সংস্কার প্রক্রিয়া শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করেছিল আওয়ামী লীগ। সেখান থেকে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র বের করে এনেছিল।
২০১২ সাল থেকে বিএনপি সক্রিয় আন্দোলন করছে বলে দাবি করে ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে। বিএনপি তাদের সহযোগিতা করতে চাই। আমরা চাই তারা সফল হোক।