অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর অনুপস্থিত পুলিশ সদস্যরা এখন পর্যন্ত পুলিশের কাজে যোগদান করেনি, সেইসব পুলিশ সদস্যকে আর চাকরিতে যোগদান করতে দেওয়া হবে না এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনুপস্থিত পুলিশের যেসব কর্মকর্তা অপকর্মের সঙ্গে জড়িত তাদের কিছুতেই মাফ করা হবে না। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের আনসার ও ভিডিপি একাডেমিতে কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ আনসার ও ভিডিপি একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট, বাহিনীর উপ-মহাপরিচালকবৃন্দ এবং বাহিনীর পরিচালকবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।