চলমান অন্তর্বর্তীকালীন সরকারে নতুন করে আরো ৫ জন উপদেষ্টা যোগ হচ্ছেন। শুক্রবার (১৬ আগস্ট) বিকালে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকালে বঙ্গভবন থেকে এক সংবাদ বার্তায় জানানো হয়েছে, শুক্রবার বিকেল ৪টার দিকে বঙ্গভবনের দরবার হলে নতুন উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
এর আগে, বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের ৩দিন পর নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। নতুন এই সরকারে প্রাথমিকভাবে ১৭ জনকে উপদেষ্টা বানানো হয়।
যাদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২জন সমন্বয়কও আছেন। গত বৃহস্পতিবার (০৮ আগস্ট) রাত ৯টার পর বঙ্গভবনে নতুন সরকারের উপদেষ্টারা শপথ গ্রহন করেন। সেখানে তাদেরকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।