শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালযয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের বৈধতা হলো গণঅভ্যুত্থান। রবিবার (১০ নভেম্বর) সচিবালয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
সরকাররের বৈধতার বিষয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের বৈধতা হলো গণঅভ্যুত্থান। তিনি আরও বলেন, গত ৩ মাস আমাদের কার্যক্রমের অগ্রগতি জনতা দেখেছে। সংস্কার কমিশনগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা হয়েছে। রিপোর্টের ভিত্তিতে সংস্কার কার্যক্রম চলমান থাকবে।
উপদেষ্টা আসিফ বলেন, ফ্যাসিবাদী সকল ব্যবস্থা মুছে ফেলার জন্যই এই সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে। সংস্কার কমিশনের প্রস্তাবনার ভিত্তিতে স্টেকহোল্ডার ও দেশের সকল রাজনৈতিক দল সংগঠনগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে রাষ্ট্র সংস্কারের কার্যক্রমগুলো শেষ করার রূপরেখা ইতিমধ্যে দেয়া হয়েছে। এর মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার কথা মুখে বলছি, সেটার বাস্তবায়ন করাও সম্ভব হবে।
উপদেষ্টার আরও বলেন, ইতিমধ্যে ১০৬-এ (সংবিধানের ১০৬ অনুচ্ছেদ) সরকারের বৈধতা দেয়া হয়েছে। যে অর্ডিন্যান্সের কথা বলা হচ্ছে সেটার মাধ্যমে আরো লিগ্যাল রেটিফিকেশন হবে’ বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
আসিফ মাহমুদ বলেন, দেশে আগের মতো শ্রমিক মেরে সমস্যা সমাধান নয়, বেতন পরিশোধের জন্য পোশক কারখানার মালিকদের সহযোগিতা করছে সরকার। তবে এটি একটি জটিল বিষয় তাৎক্ষণিকভাবে সমাধান সম্ভব হয়নি।