পুলিশ ও ডিবির যৌথ অভিযানে ঢাকার মিরপুর থেকে অপহৃত অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারী ফারদিন হাওলাদারকে (২২) গ্রেফতার করা হয়েছে।
সোমবার (০৭ অক্টোবর) রাত ৮টার দিকে পিরোজপুর সদর উপজেলার হুলারহাট বন্দর থেকে অপহরণকারী মো: ফারদিন হাওলাদারকে গ্রেফতার করা হয়। ফারদিন পিরোজপুর সদর উপজেলার ওদনকাঠী গ্রামের মো: ওয়ারেস হাওলাদেরর ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো: মুকিত হাসান খাঁন জানিয়েছেন, গত ২ সেপ্টেম্বর (সোমবার) পিরোজপুর সদর উপজেলার তেজদাসকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে ঢাকা মিরপুরের পল্লবী এলাকায় মায়ের বাসা থেকে অপহরণ করা হয়।
এ ঘটনায় অপহৃত ছাত্রীর মা ফারজানা ইসলাম ঢাকা থেকে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে এসে মামলা দায়ের করলে পুলিশ ও ডিবির যৌথ অভিযানে তথ্য প্রযুক্তির মাধ্যমে গতকাল সোমবার রাতে পিরোজপুরের হুলারহাট এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয় এবং অপহরণকারী ফারদিনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত স্কুলছাত্রী ও আসামীকে আদালতে সোপর্দ করা হবে।