দেশের আইনশৃঙ্খলার প্রয়োজন বিবেচনায় অপারেশন ‘ডেভিল হান্ট’ অভিযান শুরু করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রবিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ প্রসঙ্গে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন।
সিনিয়র স্বরাষ্ট্র সচিব বলেন, দেশে এখনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করার লক্ষ্যে অপারেশন ‘ডেভিল হান্ট’ অভিযান শুরু করা হয়েছে।
যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে, তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
নাসিমুল গনি বলেন, আগে যৌথ বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে থাকতেন। এখন তারা দেশের বিভিন্ন জায়গায় যাবেন এবং দেশের আইনশৃঙ্খলার প্রয়োজন বিবেচনায় এই অভিযান চলমান থাকবে। সেনা সদস্যরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার কাজে লাগাবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিনিয়র সচিব বলেন, মানবাধিকার এবং পরিবেশকে গুরুত্ব দিয়ে কীভাবে আইন প্রয়োগ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা যায়, এ বিষয়ে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচার বিভাগের কর্মকর্তাদের নিয়ে একটি কর্মশালা করা হবে।