মানিকগঞ্জের ঘিওরে অবৈধভাবে নদী থেকে মাটি উত্তোলনের দায়ে মো. রাসেল নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (২৫ মে) বিকেলে উপজেলার নালী ইউনিয়নের গাংডুবি এলাকায় এ অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরেই এই এলাকায় ক্ষীরাই নদী থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল একটি চক্র।
অভিযান পরিচালনা করেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা সুলতানা নাসরীন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এক মাটি ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
অভিযান চলাকালে কেল্লাই বাজার এলাকার পাশে অপর একটি ড্রেজার মেশিনের প্রায় ৫০০ মিটার পাইপ ধ্বংস করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই গাংডুবি এলাকায় নদী থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করায় নদীর পাড় ধসে পড়ছে, পরিবেশ ও ফসলি জমির ক্ষতি হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। মাটি কাটায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।”