২০১৭ সালের ১৫ জুলাই চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর আর তাঁর কোনও বিদেশ সফর হয়নি। সামনা-সামনি দেখাও হয়নি মা-ছেলের। অবশেষে প্রায় অর্ধযুগ পর সরাসরি দেখা হলো মা ও ছেলের। মাকে সামনা-সামনি দেখে আবেগাপ্লুত হয়ে বুকে জড়িয়ে ধরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে সৃষ্টি হয় এক আবেকঘন পরিবেশ।
বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে বেগম জিয়াকে স্বাগত জানান তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পুত্রবধূ জুবাইদা রহমান। এসময় নেতাকর্মীরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশের তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হার্ট, ডায়াবেটিস, কিডনি ও আর্থ্রাইটিসসহ নানা শারীরিক রোগে ভুগছেন তিনি।
বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার চিকিৎসকেরা জানিয়েছেন, লিভার সিরোসিসে আক্রান্ত বেগম খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন খুব জরুরি হয়ে পড়েছে। লিভার প্রতিস্থাপনের পর পুরো চিকিৎসায় প্রায় ২ মাসের মতো লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।