আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো বাহিনীর কারও গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন।
জাতীয় শহীদ সেনা দিবসে উপলক্ষে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই রোধে গতকাল রাত থেকেই শুরু হয়েছে বিশেষ যৌথ অভিযান। এ অভিযানন পরিচালনায় যদি আমরা কোনও বাহিনীর সদস্যের বিরুদ্ধে যদি কোনও ধরনের গাফিলতি পাই তাহলে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন তিনি।