রাজধানীর তেজগাঁওয়ে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, “আওয়ামী লীগ দল নয়, এটি একটি মাফিয়া চক্র। তাদেরকে কোনোদিন রাজনৈতিকভাবে দাঁড়াতে দেব না।
মাহফুজ আলম বলেন, বিগত সরকারের আমলে গুম-খুন রাজনৈতিক সিদ্ধান্তের অংশ ছিল। এগুলো পরিচালনার জন্য বিশেষ টিম ছিল। পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীকে গুমের আদেশ দেওয়া হতো।
তিনি বলেন, গোটা দেশজুড়ে ‘আয়নাঘর’ পরিচালিত হয়েছে, যেখানে অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে। বিরোধী মতের মানুষদের ভারতীয় জেলে পাচার করা হতো।
গুমের সঠিক সংখ্যা এখনো নির্ধারণ করা যায়নি বলে জানান তথ্য উপদেষ্টা। তবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় ভুক্তভোগীদের তালিকা তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি।
মাহফুজ আলম বলেন, বিএনপি-জামাতসহ ভিন্ন মতাদর্শের সবাই শেখ হাসিনার ভিকটিম ছিলেন।
আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে আশ্রয় নিয়েছেন উল্লেখ করে মাহফুজ বলেন, শেখ হাসিনা এখনো ভারতে বসে চক্রান্ত করছে। আওয়ামী লীগ কখনোই একটি রাজনৈতিক দল ছিল না, এটি ছিল একটি মাফিয়া গোষ্ঠী।
এর আগে, মাহফুজ আলমের বাবার ওপর হামলার অভিযোগ ওঠে, যা নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তিনি এই হামলার জন্য আওয়ামী লীগের গুপ্তচরদের দায়ী করেন।