গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগে আজ (শনিবার) বিকেল সাড়ে ৩টায় বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একইসঙ্গে দলটির রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধেরও দাবি জানানো হবে।
শুক্রবার (২১ মার্চ) রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গণহত্যার দায়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারসহ ফ্যাসিবাদের সহযোগীদের বিচারের আওতায় আনতে হবে। এ দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ঢাকা মহানগরের উদ্যোগে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিকেল ৩টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।”
সমাবেশ সফল করতে এনসিপির সব পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। দলটি মনে করে, “দেশে দীর্ঘদিন ধরে যে দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, তার বিচার এখন সময়ের দাবি।”
সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন হবে, তা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের নজর রয়েছে।