ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আর দাফন হয়েছে দিল্লিত। সেখান থেকেই এখন কাফনের কাপড় পরে শেখ হাসিনা কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠে জেলা বিএনপির আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্র ও আওয়ামী লীগ পরস্পর বিরোধী শব্দ। ৯০-এর আন্দোলনে স্বৈরাচার এরশাদের পতন হয়েছে, আর ২৪-এ ছাত্র-জনতার গণ-আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের দাফন কাফন হয়েছে।
বিএনপির এই সিনয়র নেতা বলেন, নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন সেগুলো সংস্কার করুন। দেশের মানুষ স্থানীয় সরকার নির্বাচনের জন্য জীবন দেয়নি। দেশের মানুষ একটি গণতান্ত্রিক সরকারের অধীনে নির্বাচনের জন্য জীবন দিয়েছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই সার্বোভৌম রক্ষার অধিকারী দেশের সাধারণ জনগণ।
এ সময় অন্তর্বর্তী সরকারকে দেশের আইনশৃঙ্খলার দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।